Onlne News

Tuesday, September 2, 2014

চা পানে ২৪ ভাগ মৃত্যুঝুঁকি কমে যায় !

চা পানে ২৪ ভাগ মৃত্যুঝুঁকি কমে যায়
চা পানে ২৪ ভাগ মৃত্যুঝুঁকি কমে যায়
চা পানে ২৪ ভাগ মৃত্যুঝুঁকি কমে যায় !

যারা নিয়মিত চা পান করতে পছন্দ করেন তাদের জন্য পুলকিত হওয়ার মতো কিছু সুখবর রয়েছে! ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজিতে (ইএসসি) উপস্থাপিত এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত চা পানে হৃদরোগসহ অন্য যে কোনো কারণে মৃত্যুঝুঁকি ২৪ ভাগ কমে যায়।
হৃদরোগের তেমন কোনও ঝুঁকিতে নেই ফ্রান্সের এমন একটি বিশাল সংখ্যক জনগোষ্ঠীর উপর গবেষণা চালিয়ে এই ফল পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় হৃদরোগজনিত কারণে মৃত্যু এবং অন্যান্য রোগজনিত কারণে মৃত্যুতে কফি ও চা এর প্রভাব পরীক্ষা করে দেখা হয়। এ গবেষণায় ১৮ থেকে ৯৫ বছর বয়সী ১ লাখ ৩১ হাজার ৪০১ জন অংশগ্রহণ করেন।

1 comment:

  1. is it really true. Okay That's good for me because I am drinking 2 cup of tea daily. Photo Manipulation

    ReplyDelete