Onlne News

Saturday, December 13, 2014

পানির বদল তেল, পশু-পাখির জেল

  পানির বদল তেল, পশু-পাখির জেল !

National geogrophi

সুন্দরবনের পশু-পাখি মনে হয় এই শীতে খুবই ভাল আছে ! কারন তাদের আর পানির মধ্যে গোসল করতে হচ্ছে না ।প্রায় ৩৫০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এখন খালি তেল আর তেল । গত পাচঁ দিনের জোয়ার ভাটায় এই তেল ছড়িয়ে পড়েছে প্রায় ৩৫০ বর্গকিলোমিটার এলাকা পর্যন্ত ।এতে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সব চেয়ে বড় ম্যানগ্রোভ বনের পরিবেশ এবং প্রানিকূল।
সুন্দরবনের বাংলাদেশ অংশের মোট আয়তন ছয় হাজার কিলোমিটার সেই হিসাবে সুন্দরবনের শতাংশ এলাকায় তেল ছড়ালেও এই এলাকা সুন্দরবনের সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ এলাকা বনের কত দূর এলাকায় তেল ছড়াল, তার প্রাথমিক হিসাব করে তথ্য জানিয়েছে বন বিভাগ
সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক উদ্বেগের পর এবার ওই তেল নিয়ন্ত্রণে সরকারকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে জাতিসংঘসহ কয়েকটি উন্নয়ন সহযোগী রাষ্ট্র সংস্থাযুক্তরাষ্ট্রের একটি আবহাওয়াবিষয়ক সংস্থা নোয়া এবং লন্ডনভিত্তিক বিজ্ঞানীদের একটি দল তেল নিয়ন্ত্রণে সরকারকে সহযোগিতা দেওয়ার প্রস্তাব দিয়েছে
এদিকে ভারত সরকার আগে থেকেই পাহারা বসিয়ে রেখেছে যাতে করে এই তেল কোন মতেও ভারতের পশ্চিমবঙ্গ অংশে প্রবেশ করতে না পারে । খবর ;

বিবিসি রয়টার্স গতকাল সংবাদ প্রকাশ করেছে

No comments:

Post a Comment